How Trace your Mobile
কিভাবে আপনি আপনার মোবাইল ফোনটি ট্রেস করবেন ?
¤¤¤ যেভাবে মোবাইল ট্রেস করবেন¤¤¤
মুলত মোবাইল ফোন হারিয়ে গেলে অথবা কারো অবস্থান জানার জন্য মোবাইল ফোন ট্রেস করা হয় ।
মোবাইল ফোন হারিয়া গেলে যেভাবে আপনি আপনার মোবাইল টিকে ট্রেস করতে পারবেন :
১।আপনার মোবাইল থেকে *#০৬# চাপুন ।
২।এবার আপনি ১৫ সংখার একটি নাম্বার দেখতে পাবেন।এটাকে IMEI no বলা হয়।
IMEI no টি আপনি কোন জায়গায় লিখে রাখুন।অবসসই মোবাইল এ না। কারন আপনার মোবাইল টি হারিয়ে গেলে আই নম্বর টি আপনাকে আপনার মোবাইল টি খুঁজে পেতে সাহায্য করবে।
৩।যদি আপনার মোবাইল টি হারিয়ে যায় তাহলে আপনাকে সুধু এই অ্যাড্রেস এ একটা মেইল করতে হবে।
মেইল অ্যাড্রেস : cop@vsnl.net
৪। মেইল করার পরবর্তী ২৪ ঘণ্টার মদ্দে GPRS এবং internet এর মাধ্যমে আপনার মোবাইলটি ট্রেস করা হবে ।
যে সব তথ্য সহ আপনি মেইল করবেনঃ
Your name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No.:
৫।এছাড়া নেটে অনেক রকমের সাইট আছে যেখানে আপনি রেজিষ্ট্রেসন করলে তারা আপনার মোবাইল ট্রেস করে দেবে ।
এমন কিছু সাইটের ঠিকানা :
http://www.trackimei.com/
৬।আপনারা চাইলে পূর্ব থেকে আপনার মোবাইলে মোবাইল ট্রাকার ইনস্টল করতে পারেন।এতে আপনি নিজেই মোবাইল খুঁজে পেতে পারবেন।
৪/৫ বছর আগে আমর নতুন শখের মোবাইলটি চোর মহোদয় নিয়া চম্পট দিলে আমি নিজে মোবাইল ট্রাকার দিয়ে তাকে খুঁজে বের করে পুলিশের হেফাজতে দেই ।:D
মোবাইল ফোন হারিয়া গেলে যেভাবে আপনি আপনার মোবাইল টিকে ট্রেস করতে পারবেন :
১।আপনার মোবাইল থেকে *#০৬# চাপুন ।
২।এবার আপনি ১৫ সংখার একটি নাম্বার দেখতে পাবেন।এটাকে IMEI no বলা হয়।
IMEI no টি আপনি কোন জায়গায় লিখে রাখুন।অবসসই মোবাইল এ না। কারন আপনার মোবাইল টি হারিয়ে গেলে আই নম্বর টি আপনাকে আপনার মোবাইল টি খুঁজে পেতে সাহায্য করবে।
৩।যদি আপনার মোবাইল টি হারিয়ে যায় তাহলে আপনাকে সুধু এই অ্যাড্রেস এ একটা মেইল করতে হবে।
মেইল অ্যাড্রেস : cop@vsnl.net
৪। মেইল করার পরবর্তী ২৪ ঘণ্টার মদ্দে GPRS এবং internet এর মাধ্যমে আপনার মোবাইলটি ট্রেস করা হবে ।
যে সব তথ্য সহ আপনি মেইল করবেনঃ
Your name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No.:
৫।এছাড়া নেটে অনেক রকমের সাইট আছে যেখানে আপনি রেজিষ্ট্রেসন করলে তারা আপনার মোবাইল ট্রেস করে দেবে ।
এমন কিছু সাইটের ঠিকানা :
http://www.trackimei.com/
৬।আপনারা চাইলে পূর্ব থেকে আপনার মোবাইলে মোবাইল ট্রাকার ইনস্টল করতে পারেন।এতে আপনি নিজেই মোবাইল খুঁজে পেতে পারবেন।
৪/৫ বছর আগে আমর নতুন শখের মোবাইলটি চোর মহোদয় নিয়া চম্পট দিলে আমি নিজে মোবাইল ট্রাকার দিয়ে তাকে খুঁজে বের করে পুলিশের হেফাজতে দেই ।:D