Cue Card IELTS - কিউ কার্ড টিপস
আমাদের প্রতিটা লেকচার শীটের শেষে এমন একটা Talk About থাকে। কিন্তু অনেকেই বুঝতে পারিনা যে এটা কিভাবে আমরা বাসায় Practice বা চর্চা করতে পারি!
IELTS এর Speaking Module এর পার্ট ৪ এ Cue(কিউ) card থাকে। এই Cue এর অর্থঃ সূত্র, ইঙ্গিত ইত্যাদি।
কিউ কার্ডে সাধারণত ৩ টা প্রশ্ন এবং একটা বিস্তারিত বলার জন্য পয়েন্ট থাকে।
এখন ক্লাসে বলা হয় বুলেট পয়েন্ট নিতে। বুলেট পয়েন্ট নেওয়ার জন্য ১ মিনিট দেওয়া হয় এবং এর উপর কথা বলার জন্য ২ মিনিট সময় থাকে।
নিচে আমি উদাহরণ দেওয়ার জন্য একটা বিষয় উল্লেখ করছিঃ
Describe an interesting song
You should say
What the song is (১০ সেকেন্ড)
What story the song tells? / What it is about? (২০ সেকেন্ড)
Whether the song is popular (৩০ সেকেন্ড)
And explain why you think it is interesting (৬০ সেকেন্ড বা ১ মিনিট)
এখন প্রথম তিনটা প্রশ্নের জন্য ২ টা করে বুলেট পয়েন্ট নিতে হবে এবং শেষটার জন্য ৫-৬ টা বুলেট পয়েন্ট নিতে হবে।
এখন বলতেই পারেন বুলেট পয়েন্ট ই বুঝিনা আবার আপনি খালি এক কথা বার বার বলতেছেন!
এই শব্দ টাই প্রথমে মাথা থেকে বাদ দেন।
উপরের প্রতিটা প্রশ্নের উত্তর কি দিবেন সেটা ভাবুন আগে।
গান এর একজন গায়ক থাকে, গান কে লিখেছে বা গীতিকার, গানের কে সুর করেছে বা সুরকার,
গান প্রকাশের একটা সময় থাকে, গান টা কোন ভাষা তে, প্রতিটা গানের
একটা অর্থ থাকে (এখনকার ধিংকা চিকা গান বাদে), যেহেতু গানে একটা কথা থাকে সুতরাং সেটা আনন্দ
দায়ক অথবা বেদনাদায়ক অথবা প্রেরণা পান আপনি, গানটি কখনো জনপ্রিয় ছিল কিনা, গানের
আগা-মাথা কিছু বুঝেন না শুধু মিউজিকের জন্য শুনেন। এমন অনেক কিছুই ভাবতে পারেন।
এইগুলা যেহেতু ভাবার জন্য ১ মিনিট সময় পাবেন তাই প্যাসেজ লেখা সম্ভব না। বোল্ড করে দেওয়া
গুলাই হচ্ছে । বুলেট পয়েন্টঅর্থাৎ আপনি যেটা বুঝাতে চাচ্ছেন সেটার নাম লিখবেন। সাথে আপনি যদি less Common
কোন Word ব্যবহার করতে চান সেটাও লিখতে পারেন। বুলেট পয়েন্ট লেখার যে ১ মিনিট এর পরে কিউ কার্ড নিয়ে নেয়। তখন আপনার বুলেট পয়েন্ট নেওয়া কাগজ দেখেই আপনাকে ২ মিনিট কথা বলতে হবে।
সারমর্মঃ
প্রথম ১ ২ ৩ টা প্রশ্নের জন্য ২ টা করে ৬ টা বুলেট পয়েন্ট নিবেন
আর লাষ্ট কোয়াশ্চেন এর জন্য ৪ থেকে ৫ টা বুলেট পয়েন্ট নিবেন
সো টোটাল ১০ থেকে ১১টা পয়েন্ট নেবার পর AA Theory ( A means answer first then Another A means additional answer 2/3 sentences answer for each question)