How to Optimize your Internet Speed - কিভাবে আপনি ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনকে অপ্টিমাইজ করবেন?
অনেকেই আক্ষেপ করেন ব্রডব্যান্ড লাইন নিয়েছেন, কিন্তু স্পিড আশানুরুপ পাচ্ছেন না বা স্পিড ঠিকই দিচ্ছে কিন্তু আপনার এন্ড থেকে আপনিই অপটিমাইজ করতে পারছেন না !
নিজের লাইনের এই স্পিড, পিং বা ল্যাটেন্সি, প্যাকেট লস ফিক্স করার বেশ কয়েকটা রকেট টিপস আছে !
তার মধ্যে সবচে সিম্পল যেটা সেটাই আজকে শেয়ার করি !
আমার কাজে দিয়েছে অনেক আগে থেকেই, আপনারো আশা করি কাজে দেবে !
১. ব্রাউজারে https://www(ডট)whoismyisp(ডট)org/ লিখে সার্চ দেন, নিজের মাদার আই এস পি এর নাম চলে আসবে
২. এবার আপনার আই এস পি এর নাম এর সাথে DNS লিখে আবারো সার্চ করেন ব্রাউজারে ! অনেক লিংক আসবে ! আপনি ঢুকবেন dnslytics এ !
৩. এখানে আপনার আই এস পি যতগুলো dns সার্ভার ইউজ করে তার একটা রেকর্ড আপনি পেয়ে যাবেন ! ব্যাস, এই সার্ভার আইডীগুলোই দরকার !
৪. এবার এই লিংকে (https://www(ডট)sordum(ডট)org/7952/dns-jumper-v2-2/) গিয়ে dns jumper এপটা নামায়ে নেন, নিয়ে গোল মার্কিং করা জায়গায় ডি এন এস সার্ভারগুলোর আইডী একের পর এক বসায়ে মাঝের গোল দাগ দেয়া চেক এর বাটনে কয়েকবার প্রেস করে চেক করবেন আপনার কোন সার্ভারগুলায় রিসল্ভ টাইম কম !
৫. পেয়ে গেলেন রিসল্ভিং কম টাইম ওয়ালা সার্ভার আইডী ! ২টা আইডী সুন্দরমত নিয়ে নিজের রাউটারের/নেটওয়ার্ক এডাপ্টারের ডি এন এস সার্ভারের বক্সে বসায়ে দেন !
কয়েকটা সাইটে ব্রাউজ করে বা filehippo থেকে কিছু একটা নামায়ে স্পিড নিজেই চেক করে দেখেন, অলমোস্ট আপডাউন ফিক্স হয়ে গেছে
বি.দ্রঃ সিকিউরিটি ইস্যুতে (.) এর জায়গায় (ডট) লিখে দিলাম, সেগুলাতে (.) লিখে কাজ করবেন !
*** কেউ যদি সার্চ করে ডি এন এস না পান, তাহলে আপসেট হওয়ার কিছুই নাই !
dnslytics এ নিচের ছবিতে দেয়া মার্ক করা এই জায়গায় দেখবেন AS ......./ ASN....... নাম্বার আছে, কপি করে https://ipinfo (ডট)io/ তে সার্চ করবেন, করলে আপনার আই এস পি এর আপ্সট্রিম ডোমেইন পেয়ে যাবেন !
সেই ডোমেইন বা ডোমেইনগুলোর ডি এন এস যদি dnslytics এ খুজেন, আশা করি আপনি নিরাশ হবেন না এবার !
পেয়ে গেলে সেই ডি এন এস গুলো নিয়ে আমার ওয়ে ফলো করা শুরু করে দিন আবার !