Automatic Malware অটোমেটিক ম্যালওয়্যার
ম্যালওয়্যার সাধারণত অটোমেটিক ভাবেই কাজ করে। তারপরও শিরোনামে 'অটোমেটিক ম্যালওয়্যার' বলার একটি বিশেষ কারন আছে। আপনি যদি Windows কম্পিউটার ব্যাবহার করে থাকেন তাহলে, আপনার কম্পিউটারে BITS রয়েছে। এটি হচ্ছে Background Intelligent Transfer Service এর সংক্ষিপ্ত রূপ। আপনার কম্পিউটারে নতুন update সমূহ এই BITS এর মাধ্যমেই ডাউনলোড হয়। তবে, সাইবার অপরাধীরাও তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে এই BITS এর ব্যাবহার করছে।
এর কিছু কারন আছে, যেমন-
- সাইবার অপরাধীরা যদি আপনার অগোচরে আপনার কম্পিউটারে ক্ষতিকর data আদান-প্রদান করার সময় আপনি যদি কম্পিউটার বন্ধ করে দেন, তাহলে কিন্তু অপরাধীদের সাথে আপনার কম্পিউটারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ডাউনলোডও সম্পন্ন হবে না। কিন্তু, BITS এর বিষয় আলাদা। আপনি যদি ইন্টারনেটে কোন কাজ করেন, তখন আপনার ইন্টারনেট গতি যেনো slow না হয়ে যায়, সেজন্য BITS যদি কোন update ডাউনলোড করা শুরু করেও থাকে, সাথে সাথে সেই ডাউনলোড pause করে দিবে। এরপর যখন আপনি ইন্টারনেটে তেমন কোন কাজ করবেন না, তখন আবার ডাউনলোড play করবে। এমনকি কম্পিউটার reboot করলেও যতোটুকু ডাউনলোড করা হয়েছিলো, সেখান থেকেই বাকী অংশ ডাউনলোড শুরু হবে। ফলে, অপরাধীরাও এই BITS ব্যাবহার করে C2 পরিচালনা করছে। এতে করে ক্ষতিকর data আদান-প্রদান করার সময় আপনি কম্পিউটার reboot করলেও পুনরায় ডাউনলোড হয়ে যাবে।
- BITS যেহেতু বিশ্বস্ত প্রোগ্রামের update ডাউনলোড করে; তাই, এন্টি-ভাইরাস সাধারনত BITS এর আদান-প্রদান করা data কে ক্ষতিকর মনে করবে না। ফলে, এতে অপরাধীরাও তাদের কাজ করে যেতে পারবে।
তাই, আপনি যদি কম্পিউটার বিষয়ে এক্সপার্ট না হন তাহলে, এই ধরনের malware activities নিজে থেকে শনাক্ত করা অনেক কঠিন হবে। তারপরও প্রাথমিক চিকিৎসা হিসেবে Wireshark এর মতো packet analyzer ব্যাবহার করতে পারেন এবং কম্পিউটার থেকে ইন্টারনেটে আসা-যাওয়া traffic পর্যবেক্ষন করতে পারেন। কিন্তু, কোন কারনে সন্দেহ হলে অবশ্যই একজন এক্সপার্টের কাছে যেতে হবে।