নেমন্তন্ন - Invited , অন্নদাশংকর রায় - Annada Shankar Ray


নেমন্তন্ন - Invited ,  অন্নদাশংকর রায় - Annada Shankar Ray


যাচ্ছ কোথা?

চাংড়িপোতা।


কিসের জন্য?
নেমন্তন্ন।


বিয়ের বুঝি?
না, বাবুজি।


কিসের তবে?
ভজন হবে।


শুধুই ভজন?
প্রসাদ ভোজন।


কেমন প্রসাদ?
যা খেতে সাধ।


কী খেতে চাও?
ছানার পোলাও।


ইচ্ছে কী আর?
সরপুরিয়ার।


আঃ কী আয়েস!
রাবড়ি পায়েস।


এই কেবলি?
ক্ষীর কদলী।
বাঃ কী ফলার!
সবরি কলার।


এবার থামো।
ফজলি আমও।


আমিও যাই?
না, মশাই।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url