Japanese Keyword Hacking and Ultimate WordPress Web Security

 Japanese Keyword Hacking and Ultimate WordPress Web Security


Japanese Keyword Hacking and Ultimate WordPress Web Security
Japanese Keyword Hacking 

অনেকেই এই টার্মটির সাথে বেশ ভালভাবে পরিচিত।
আপনার ওয়েবসাইটের সিকিউরিটি জনিত দুর্বলতার জন্য কিংবা বেশ কিছু ভুল এপ্রোচ নেয়ার জন্য এই ধরণের হ্যাকিংয়ের শিকার হতে পারেন।
প্রায়সময়ই দেখা যায় এই বিষয়ে ভুক্তভোগীদের পোস্ট। তাই আজকে এই বিষয়ে একটা ওভারঅল পোস্ট লেখার সাহস করলাম। ভুলত্রুটি মার্জনীয়!

এফেক্টেড ওয়েবসাইট সমাধান করার স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো নিয়ে পরবর্তীতে লেখার চেষ্টা করব।

সর্বোপরি আপনার ওয়েবসাইটটির সুরক্ষা কবচ নষ্ট না করতে নিচের বিষয়গুলো সবমসয় খেয়াল রাখবেন।

আপনার ওয়েবসাইট চেক করুন:

site:yordomain .com লিখে গুগলে সার্চ করলে কিছু চাইনীজ লেখা দেখা যায়। এগুলোকে মূলত বলা হয় ”জাপানীজ কীওয়ার্ড হ্যাক”।

গুগলের সার্চে আপনার ওয়েবসাইটের রেংক করা পেজ, পোস্ট কিংবা অন্যান্য লিংকের পরিবর্তে এই ধরণের লিংকগুলো দেখতে পাওয়া যায়।
ওয়েবসাইট রিডাইরেক্ট সহ অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।

ওয়ার্নিং:


যারা লাইভ ওয়েবসাইটে নাল্ড বা ক্র্যাক থিম/প্লাগিন ব্যবহার করেন তারা এই ঝুঁকির মধ্যে অলরেডি রয়েছেন। সময়ের অপেক্ষা মাত্র।

ওয়ার্ডপ্রেস ইউজাররা ওয়েবসাইট বিল্ড করার সময় যা সবসময় খেয়াল রাখবেন:

  • ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় ডিফল্ট ডাটাবেজ, টেবিল প্রেফিক্স, ইউজারনেম, এডমিন ই-মেইল যেন সহজে মনে রাখার মত না হয় সেটা খেয়াল রাখবেন।
  • ভুলেও লাইভ ওয়েবসাইটে নাল্ড থিম/প্লাগিন ব্যবহার করবেন না। পরিচিত কারো থেকে জিপি এল পেলে অন্য কথা। তবে অপরিচিত কারো থেকে জি পি এল নেয়ার বিষয়ে সতর্ক থাকবেন।
  • ওয়েবসাইটের থিম/ প্লাগিন সবসময় আপ টু ডেট রাখার চেষ্টা করবেন।
  • জি পি এল ব্যবহার করলে সম্ভব হলে সেটি কিনে প্রিমিয়াম করে নিবেন যেন লাইফটাইম ওয়ান ক্লিক আপডেট পান।
  • ওয়ার্ডপ্রেস/ পিইচপি ভার্সন এবং অন্যান্য বিষয় অলওয়েজ রেকমেন্ডেড অনুযায়ী রাখবেন। Tools-Site Health
  • ১টি সিকিউরিটি প্লাগিন (ithemes security/sucuri/wordfence) এবং অন্তত একটি কমেন্ট স্প্যাম প্রটেক্ট প্লাগিন ব্যবহার করুন।
  • সি প্যানেলে ফাইল আপলোড করার পর সেটি এক্সট্রাক্ট করে সেই জিপ ফাইলটিকে রেখে দিবেন না। ডিলেট করে দিবেন।
  • কোন এমটি ফোল্ডার বানিয়ে রাখবেন না।
  • মাঝে মাঝে wordfence দিয়ে ওয়েবসাইট স্ক্যান করুন এবং কোন আনওয়ান্টেড কিছু দেখতে পান কি না লক্ষ্য রাখুন।
আশা করি এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনার ওয়েবসাইট ভালনারিবিলিটি থেকে সুরক্ষা দিবে অন্যদের চেয়ে। আপনার ভার্চুয়াল বাড়িটি সুরক্ষিত থাকুক এই প্রত্যাশায় আজকের মত এখানেই শেষ করলাম।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url