নিবেদন - কায়কোবাদ

নিবেদন 
            - মহাকবি কায়কোবাদ



আঁধারে এসেছি আমি

আধারেই যেতে চাই !

তোরা কেন পিছু পিছু

আমারে ডাকিস্‌ ভাই !

আমিতো ভিখারী বেশে

ফিরিতেছি দেশে দেশে

নাহি বিদ্যা, নাহি বুদ্ধি

গুণ তো কিছুই নাই !


আলো তো লাগে না ভাল

আধারি যে ভালবাসি !

আমিতো পাগল প্রাণে

কভূ কাঁদি, কভূ হাসি !

চাইনে ঐশ্বর্য-ভাতি, চাইনে যশের খ্যাতি

আমিযে আমারি ভাবে মুগ্ধ আছি দিবানিশি !


অনাদার-অবজ্ঞায়

 সদা তুষ্ট মম প্রাণ,

সংসার-বিরাগী আমি

আমার কিসের মান ?

চাইনে আদর স্নেহ, চাইনে সুখের গেহ

ফলমূল খাদ্য মোর

তরুতলে বাসস্থান !


কে তোরা ডাকিস মোরে

আয় দেখি কাছে

কি চাস আমার কাছে

আমি যে ভিখারী হায় !

ধন নাই, জন নাই,, কি দিব তোদেরে ভাই,

আছে শুধু ‘অশ্রু-জল’

তোরা কি তা নিবি হায় !


শোকে তাপে এ হৃদয়

হয়ে গেছে ঘোর কালো ;

আঁধারে থাকিতে চাই

ভাল যে বাসিনে আলো !

আমি যে পাগল কবি, দীনতার পূর্ণ ছবি,

সবি করে ‘দূর ‘দূর’


তোরা কি বাসিস্‌ ভাল? 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url