How to Set Marquee Effect or Infinite Carousel on Testimonial Card in React Next js 14
How to Set Marquee Effect or Infinite Carousel on Testimonial Card in React Next js 14
আমরা পোর্টফোলিও ওয়েব সাইট হোক সেটা নিজের ব্যক্তিগত অথবা কোম্পানির মারকিউ ইফেক্ট টা কাজে লাগেই।
HTML 4
এ ডিফল্ট এই ফিচার টা থাকলেও এখন এটা সি এস এস অথবা বিভিন্ন প্যাকেজ ব্যবহার করে করতে হয়। অনেক সময় যে সমস্যা হয়, প্যাকেজ ব্যবহার করলে অনেক বেশি সি এস এস প্রজেক্ট এ যুক্ত হয়ে যায় যার জন্য লোডিং টাইম বেড়ে যায় এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে বেশ সমস্যায় পড়তে হয়।
এর জন্য আমি চেষ্টা করি যত কম প্যাকেজ ব্যবহার করে প্রয়োজনীয় কাজ সমাধান করা যায় ততই ভালো।