Funding for Higher Study Process - উচ্চশিক্ষায় কিভাবে ফান্ড পাবেন

 Funding for Higher Study Process - উচ্চশিক্ষায় কিভাবে ফান্ড পাবেন

Funding for Higher Study Process - উচ্চশিক্ষায় কিভাবে ফান্ড পাবেন

বিদেশে উচ্চ শিক্ষার জন্য ফুল ফান্ড স্কলারশিপ পাওয়ার প্রক্রিয়া বেশ জটিল এবং ধৈর্য্য ও প্রস্তুতির প্রয়োজন হয়। 
নিচে কিছু প্রধান স্টেপস উল্লেখ করা হলো যা অনুসরণ করলে আপনি সফল হতে পারেন:

লক্ষ্য নির্ধারণ

  • কোন দেশে পড়তে যেতে চান তা নির্ধারণ করুন।
  • কোন বিষয়ে বা কোন ডিগ্রি (ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি) করতে চান তা নির্ধারণ করুন।

গবেষণা

  • স্কলারশিপ প্রোগ্রামগুলির তালিকা তৈরি করুন (যেমন: ফুলব্রাইট, চেভনিং, ইরাসমুস মুন্ডুস ইত্যাদি)।
  • বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পরিদর্শন করে স্কলারশিপের তথ্য সংগ্রহ করুন।

প্রয়োজনীয় যোগ্যতা

  • প্রতিটি স্কলারশিপের যোগ্যতা শর্তাবলী পড়ুন।
  • জিপিএ, ভাষা দক্ষতা (TOEFL/IELTS), GRE/GMAT স্কোর, কাজের অভিজ্ঞতা ইত্যাদি যোগ্যতাগুলি পূরণ করুন।

প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ

  • সিভি/রেজুমে।
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
  • ভাষা দক্ষতার সার্টিফিকেট (TOEFL/IELTS)।
  • স্টেটমেন্ট অব পারপাস (SOP)।
  • লেটার অব রিকমেন্ডেশন।
  • রিসার্চ প্রপোজাল (যদি প্রয়োজন হয়)।

প্রয়োজনীয় পরীক্ষায় অংশগ্রহণ

  • TOEFL/IELTS পরীক্ষায় ভালো স্কোর অর্জন।
  • GRE/GMAT পরীক্ষায় ভালো স্কোর অর্জন (যদি প্রয়োজন হয়)।

আবেদনের প্রক্রিয়া

  • স্কলারশিপ ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করুন।
  • আবেদন ফর্ম পূরণ করুন ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • আবেদনের সময়সীমা (ডেডলাইন) মনে রাখুন এবং সময়মতো আবেদন করুন।

আবেদন ফি (যদি প্রয়োজন হয়)

  • কিছু স্কলারশিপ ও বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি প্রয়োজন হতে পারে, সেগুলি সময়মতো পরিশোধ করুন।

সাক্ষাৎকার প্রস্তুতি

  • কিছু স্কলারশিপের জন্য সাক্ষাৎকার হতে পারে, সেজন্য প্রস্তুতি নিন।
  • সাক্ষাৎকারের আগে সম্ভাব্য প্রশ্নগুলির উত্তর প্রস্তুত করুন।

ফলাফল ও পরবর্তী পদক্ষেপ

  • স্কলারশিপ ও ভর্তি ফলাফলের অপেক্ষা করুন।
  • নির্বাচিত হলে ভিসা আবেদন করুন।
  • অন্যান্য প্রশাসনিক কাজ সম্পন্ন করুন (যেমন: বিমানের টিকিট, বাসস্থানের ব্যবস্থা ইত্যাদি)।

প্রস্তুতি ও যাত্রা

  • নির্বাচিত হলে পড়াশোনার প্রস্তুতি নিন।
  • প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সংগ্রহ করুন এবং যাত্রার প্রস্তুতি নিন।
সাধারণত যেটা করতে হয়, ধরেন আপনার সিজিপিএ ভালো সাথে চাকরি করার অভিজ্ঞতা আছে অথবা আপনার সিজিপিএ ৩ এর নিচে তাহলে রিসার্স পেপার আন্তর্জাতিক জার্নালে প্রকাশ হয়েছে এর যে কোন একটা হলে তখন ফান্ড পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। 

যে দেশে আপনি যেতে ইচ্ছুক সে দেশের বিশ্ববিদ্যালয় খুজে বের করুন। একটা এক্সেল ফাইল এ লিস্ট করতে পারেন। 

তারপর সেখানে কি কি প্রোগ্রাম আছে সেগুলা দেখবেন। এরপর ঐ ফ্যাকাল্টির প্রফেসর যারা আছে তাদের প্রোফাইল খুজে দেখবেন তার বর্তমান কোন বিষয়ে রিসার্চ চলছে এবং বর্তমানে সে কোন ফান্ডিং পেয়েছে কিনা, স্টুডেন্ট নিচ্ছে কিনা ইত্যাদি। 
এখন এক্সেল ফাইলে প্রফেসর এর নাম, ই-মেইল, কোন প্রোগ্রামে যেতে চান তার নাম, প্রোগ্রামের টিউশন ফি এইগুলা লিস্ট করুন। 

তার রিসার্চ পেপার এর সামারি পড়ে আপনি যা বুঝলেন সেটা সহ প্রফেসরকে ই-মেইল করতে পারেন। 
কিভাবে ই-মেইল করবেন সেটা এই ওয়েব সাইট থেকে দেখতে পারেনঃ লিংক 

এটা অনেক ভালো একটা ওয়েব সাইট তবে এখানে শুধু কানাডার উদ্যেশ্যে করা। কিছু তথ্য যে দেশেই যান একই।  
এই স্টেপগুলি অনুসরণ করে আপনি বিদেশে উচ্চ শিক্ষার জন্য ফুল ফান্ড স্কলারশিপ পাওয়ার লক্ষ্যে অগ্রসর হতে পারেন। প্রস্তুতি ও ধৈর্য্যের সাথে কাজ করলে সফলতা আসবে।

#higherstudy #scholarship #fundinginhigherstudy #usa #uk #australia #education

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url