English Tense At a Glance - একনজরে টেন্স বা কাল

Tense At a Glance - একনজরে টেন্স বা কাল

 ছোট বেলা থেকে আমরা সবাই এই Tense - কাল এর সাথে সুপরিচিত কিন্তু এরপরেও যখন আমাদের অতীতের কোন বিষয় নিয়ে কথা বলতে হয় তখন ই দেখা যায় অধিকাংশ মানুষ গুলিয়ে
ছোট বেলা থেকে আমরা সবাই এই Tense - কাল এর সাথে সুপরিচিত কিন্তু এরপরেও যখন আমাদের অতীতের কোন বিষয় নিয়ে কথা বলতে হয় তখন ই দেখা যায় অধিকাংশ মানুষ গুলিয়ে ফেলি। 

এর প্রধান কারন হচ্ছে সাধু, চলিত, আঞ্চলিক ভাষার সংমিশ্রনের ফলে আমরা বুঝে উঠতে পারি না যে কোনটা কোন সময়কে বোঝাচ্ছে। আবার ছোট বেলার যে গ্রামার গুলা ছিল সেগুলাতে সাধু ভাষায় লেখা ছিল কিন্তু এখন সাধু ভাষার প্রচলন তো নাই ই অনেকে বাংলাটাও ১ মিনিট সঠিক ভাবে বলতে পারি না। 😪
প্রথমে চলুন Indefinite/ Simple Tense নিয়ে আলোচনা করা যাক।
Simple Tense দুই প্রকারঃ ১। পরিচয় বোঝাতে ব্যবহার হয় ২। কাজ বোঝাতে ব্যবহার হয়

১। আপনার পরিচয়, আমার পরিচয় বা অন্য কারো পরিচয়। যেমনঃ

আমি একজন ছাত্র = আমি হই একজন ছাত্র = I am a student

আপনি একজন প্রকৌশলী= আপনি হোন একজন প্রকৌশলী = You are an Engineer(উচ্চারনঃ- ইঞ্জিনিয়া)

সে একজন ডাক্তার = সে হয়/হোন একজন ডাক্তার = He is a doctor

এগুলাকে বলে Simple Tense with Be verb

২। যে কোন কাজ হচ্ছে, হয়েছে বা হবে এমন। যেমনঃ

আমি যাই = I go

আমি গিয়েছিলাম = I went

আমি যাবো = I will go [shall/ will both are correct for 1st person]

যে কোন বাক্য শোনা মাত্রই আমাদের কে সনাক্ত করতে হবে বাক্যটি দ্বারা কি কাজ বোঝাচ্ছে নাকি পরিচয়। তখন সে অনুযায়ী বাক্য গঠন করতে হবে।

Simple Tense with Be verb

বাংলা শব্দের শেষে (হই/হয়/হোন/হও) থাকলে Present Simple, (ছিল/ছিলাম/ছিলেন) থাকলে Past Simple এবং (হবে/হবো/হবেন) থাকলে Future Simple

Present Simple
(হই/হয়/হোন/হও)
Past Simple
(ছিল/ছিলাম/ছিলেন)
Future Simple
(হবে/হবো/হবেন)
S+am/is/are+ob. S+was/were+ob. S+shall/will be+ob.
I am a student
আমি একজন ছাত্র হই
I was a student
আমি একজন ছাত্র ছিলাম
I will be a student
আমি একজন ছাত্র হবো
I am not a student
আমি একজন ছাত্রনই
I wasn't student.
আমি একজন ছাত্র ছিলাম না
I won't be a student
আমি একজন ছাত্র হবোনা
Am I a student? Was I a student? Will I be student?
Am I not a student? Wasn't I a student? Won't I be a student?
Why am I a student? Why was I a student? Why will I be a student?
How am I a student? How was I a student? How will I be a student?
When am I a student? When was I a student? When will I be a student?
Why am I not a student? Why wasn't I a student? Why won't I be a student?
How am I not a student? How wasn't I a student? How won't I be a student?
When am I not a student? When wasn't I a student? When won't I be a student?

কিভাবে চর্চা করবেনঃ 

Present Tense এর ১০ টা ঠুটস্থ করবেন তারপর Past এর ১০ টা, Future এর ১০ টা। যেকোন Object দিয়ে এবং না দেখে বলতে পারছেন কিনা সেটা খেয়াল করবেন। এইভাবে বাকি টেন্স গুলাও 

Simple Tense with Action verb


Present Simple
(এ/য়/ই)
Past Simple
(ল/লে/লাম)
Future Simple
(ব/ বে/ বো)
S+VP1+ob. S+VP2(Past Form)+ob. S+will+VP1+ob.
I go.
আমি যাই
I went.
আমি গিয়েছিলাম।
I will go
আমি যাবো
I don't go.
আমি যাই না।
I didn't go.
আমি যাই নি।
I won't go
আমি যাবো না।
Do I go?
আমি কি যাই?
Did I go?
আমি কি গিয়েছিলাম?
Will I go?
আমি কি যাবো?
Don't I go?
আমি কি যাই না?
Didn't I go?
আমি কি গিয়েছিলাম না?
Won't I go?
আমি কি যাবো না?
Why do I go?
আমি কখন যাই?
Why did I go?
আমি কখন গিয়েছিলাম?
Why will I go?
আমি কখন যাবো?
How do I go?
আমি কিভাবে যাই?
How did I go?
আমি কিভাবে গিয়েছিলাম?
How will I go?
আমি কিভাবে যাবো?
When do I go?
আমি কখন যাই?
When did I go?
আমি কখন গিয়েছিলাম?
When will I go?
আমি কখন যাবো?
Why don't I go?
আমি কেন যাই না?
Why didn't I go?
আমি কেন গিয়েছিলাম না?
Why won't I go?
আমি কেন যাবো না?
How don't I go?
কিভাবে আমি যাই না?
How didn't I go?
কিভাবে আমি গিয়েছিলাম না?
How won't I go?
আমি কিভাবে যাবো না?
When don't I go?
When didn't I go?

When won't I go?


Continuous Tense


Present Continuous
(চ্ছে)
Past Continuous
(ল/লে/লাম)
Future Continuous
(তে থাকবে/ তে থাকবো)
S+am/is/are+v.ing+ob. S+was/were+v.ing+ob. S+will be+v.ing+ob.
I am going. I was going. I will be going
I am not going. I wasn't going. I won't be going.
Am I going? Was I going? Will I be going?
Am I not going? Wasn't I going? Won't I be going?
Why am I going? Why was I going? Why will I be going?
How am I going? How was I going? How will I be going?
When am I going? When was I going? When will I be going?
Why am not I going? Why wasn't I going? Why won't I be going?
How am not I going? How wasn't I going? How won't I be going?
When am not I going? When wasn't I going? When won't I be going?

Perfect Tense


Present Perfect
(য়াছ/য়াছে/য়াছেন)
Past Perfect
(য়াছিল/য়াছিলাম/য়াছিলেন)
Future Perfect
(য়া থাকবে/ য়া থাকবো/য়া থাকিবেন)
S+have/has+vp3+ob. S+had+vp3+ob. S+shall have/will have+vp3+ob.
I have eaten rice. I had eaten rice. I shall/will have eaten rice
I haven't eaten rice. I hadn't eaten rice. I won't have eaten rice.
Have I eaten rice? Had I eaten rice? Will I have eaten rice?
Haven't I eaten rice? Hadn't I eaten rice? Won't I have eaten rice?
Why have I eaten rice? Why had I eaten rice? Why will I have eaten rice?
How have I eaten rice? How had I eaten rice? How will I have eaten rice?
When have I eaten rice? When had I eaten rice? When will I have eaten rice?
Why have not I eaten rice? Why hadn't I eaten rice? Why won't I have eaten rice?
How have not I eaten rice? How hadn't I eaten rice? How won't I have eaten rice?
When have not I eaten rice? When hadn't I eaten rice? When won't I have eaten rice?

👉 Past Perfect কিন্তু সাধারণত একটি Sentence বা বাক্যে ব্যবহৃত হয় না। এখানে শুধু মাত্র Practice এর জন্য ব্যবহার করা হয়েছে। Double Past এর ক্ষেত্রে Past Perfect ব্যবহৃত হয়। 

 
Present Perfect
(য়াছ/য়াছে/য়াছেন)
Past Perfect
(য়াছিল/য়াছিলাম/য়াছিলেন)
Future Perfect
(য়া থাকবে/ য়া থাকবো/য়া থাকিবেন)
Just, Just Now, Already, Recently, Lately, Ever, Never, for, Since, yet, so far, till now, for a long time, in the last few days. By, by then, by that time, by the end

    
➤ অতীত কালে আগে দুইটি কাজ হলে যে কাজটি আগে হয় সেটি Past Perfect এবং যে কাজটি অপেক্ষাকৃত পরে হয় সেটি Past Simple হয়। 
➤ Before এর পূর্বে Past Perfect এবং After এর পরে Past Perfect।  
➤ Present Perfect Tense এর সাথে যদি সময় উল্লেখ থাকে তবে Past Simple হয়। 



Past Perfect + Before + Past Simple

Past Simple + After + Past Perfect
    

Perfect Continuous Tense (সময় ধরে চলমান)


Present Perfect Continuous
(তেছ/তেছি/তেছেন) + ধরে/যাবত
Past Perfect Continuous
(য়াছিল/য়াছিলাম/য়াছিলেন)
Future Perfect Continuous
(য়া থাকবে/ য়া থাকবো/য়া থাকিবেন)
S+have/has+been+ving+for/since+ex. S+had+been+ving+for/since+ex. S+shall have/will have+been+ving+for/since+ex.
I have been eating rice for two hours. I had been eating rice for two hours. I shall/will have been eating rice for two hours
I haven't been eating rice for two hours. I hadn't been eating rice for two hours. I won't have been eating rice for two hours.
Have I been eating rice for two hours? Had I been eating rice for two hours? Will I have been eating rice for two hours?
Haven't I been eating rice for two hours? Hadn't I been eating rice for two hours? Won't I have been eating rice for two hours?
Why have I been eating rice for two hours? Why had I been eating rice for two hours? Why will I have been eating rice for two hours?
How have I been eating rice for two hours? How had I been eating rice for two hours? How will I have been eating rice for two hours?
When have I been eating rice for two hours? When had I been eating rice for two hours? When will I have been eating rice for two hours?
Why have not I been eating rice for two hours? Why hadn't I been eating rice for two hours? Why won't I have been eating rice for two hours?
How have not I been eating rice for two hours? How hadn't I been eating rice for two hours? How won't I have been eating rice for two hours?
When have not I been eating rice for two hours? When hadn't I been eating rice for two hours? When won't I have been eating rice for two hours?                                               






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url