All Past Tense Structure - এক নজরে অতীত কাল এর সকল প্রকার গঠন
IELTS এ ম্যাপ এবং ছবির বর্ণনা দেওয়ার সময় Past Tense এবং Priposition লাগেই। আর Tense এর মধ্যে Past Tense টা একটু বেশি ই ব্যবহার হয়।
All Past Tense Structure
S + was /were + obj. -> ছিল/ ছিলাম / ছিলেন
S + vp2 + obj. -> কাজ + ল / লে / লাম
S + was / were + ving + obj. -> চলমান
S + had + vp3 ->
➤ অতীত কালে আগে দুইটি কাজ হলে যে কাজটি আগে হয় সেটি Past Perfect এবং যে কাজটি অপেক্ষাকৃত পরে হয় সেটি Past Simple হয়।
➤ Before এর পূর্বে Past Perfect এবং After এর পরে Past Perfect।
S + had + vp3 before S + vp2 + obj.
S + vp2 + obj. after S + had + vp3
সময় উল্লেখ থাকলে since না থাকলে for
S + had + be + ving + for/ since + obj