Automatic Malware অটোমেটিক ম্যালওয়্যার

 ম্যালওয়্যার সাধারণত অটোমেটিক ভাবেই কাজ করে। তারপরও শিরোনামে 'অটোমেটিক ম্যালওয়্যার' বলার একটি বিশেষ কারন আছে। আপনি যদি Windows কম্পিউটার ব্যাবহার করে থাকেন তাহলে, আপনার কম্পিউটারে BITS রয়েছে। এটি হচ্ছে Background Intelligent Transfer Service এর সংক্ষিপ্ত রূপ। আপনার কম্পিউটারে নতুন update সমূহ এই BITS এর মাধ্যমেই ডাউনলোড হয়। তবে, সাইবার অপরাধীরাও তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে এই BITS এর ব্যাবহার করছে।

এর কিছু কারন আছে, যেমন-
  • সাইবার অপরাধীরা যদি আপনার অগোচরে আপনার কম্পিউটারে ক্ষতিকর data আদান-প্রদান করার সময় আপনি যদি কম্পিউটার বন্ধ করে দেন, তাহলে কিন্তু অপরাধীদের সাথে আপনার কম্পিউটারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ডাউনলোডও সম্পন্ন হবে না। কিন্তু, BITS এর বিষয় আলাদা। আপনি যদি ইন্টারনেটে কোন কাজ করেন, তখন আপনার ইন্টারনেট গতি যেনো slow না হয়ে যায়, সেজন্য BITS যদি কোন update ডাউনলোড করা শুরু করেও থাকে, সাথে সাথে সেই ডাউনলোড pause করে দিবে। এরপর যখন আপনি ইন্টারনেটে তেমন কোন কাজ করবেন না, তখন আবার ডাউনলোড play করবে। এমনকি কম্পিউটার reboot করলেও যতোটুকু ডাউনলোড করা হয়েছিলো, সেখান থেকেই বাকী অংশ ডাউনলোড শুরু হবে। ফলে, অপরাধীরাও এই BITS ব্যাবহার করে C2 পরিচালনা করছে। এতে করে ক্ষতিকর data আদান-প্রদান করার সময় আপনি কম্পিউটার reboot করলেও পুনরায় ডাউনলোড হয়ে যাবে।
  • BITS যেহেতু বিশ্বস্ত প্রোগ্রামের update ডাউনলোড করে; তাই, এন্টি-ভাইরাস সাধারনত BITS এর আদান-প্রদান করা data কে ক্ষতিকর মনে করবে না। ফলে, এতে অপরাধীরাও তাদের কাজ করে যেতে পারবে।
তাই, আপনি যদি কম্পিউটার বিষয়ে এক্সপার্ট না হন তাহলে, এই ধরনের malware activities নিজে থেকে শনাক্ত করা অনেক কঠিন হবে। তারপরও প্রাথমিক চিকিৎসা হিসেবে Wireshark এর মতো packet analyzer ব্যাবহার করতে পারেন এবং কম্পিউটার থেকে ইন্টারনেটে আসা-যাওয়া traffic পর্যবেক্ষন করতে পারেন। কিন্তু, কোন কারনে সন্দেহ হলে অবশ্যই একজন এক্সপার্টের কাছে যেতে হবে। 


CCNP Enterprise Study Materials 350-401 ENCOR

Implementing Cisco Enterprise Network Core Technologies v1.0 (350-401) Exam Description: Implementing Cisco Enterprise Network Core Technologies v1.0 (ENCOR 350-401) is a 120-minute exam associated with the CCNP and CCIE Enterprise Certifications. This exam tests a candidate's knowledge of implementing core enterprise network technologies including dual stack (IPv4 and IPv6) architecture, virtualization, infrastructure, network assurance, security and automation. The course, Implementing Cisco Enterprise Network Core Technologies, helps candidates to prepare for this exam. The following topics are general guidelines for the content likely to be included on the exam. However, other related topics may also appear on any specific delivery of the exam. To better reflect the contents of the exam and for clarity purposes, the guidelines below may change at any time without notice. 15% 1.0 Architecture 1.1 Explain the different design principles used in an enterprise network 1.1.a Enterprise network design such as Tier 2, Tier 3, and Fabric Capacity planning 1.1.b High availability techniques such as redundancy, FHRP, and SSO 1.2 Analyze design principles of a WLAN deployment 1.2.a Wireless deployment models (centralized, distributed, controller-less, controller based, cloud, remote branch) 1.2.b Location services in a WLAN design 1.3 Differentiate between on-premises and cloud infrastructure deployments 1.4 Explain the working principles of the Cisco SD-WAN solution 1.4.a SD-WAN control and data planes elements 1.4.b Traditional WAN and SD-WAN solutions 1.5 Explain the working principles of the Cisco SD-Access solution 1.5.a SD-Access control and data planes elements 1.5.b Traditional campus interoperating with SD-Access 1.6 Describe concepts of wired and wireless QoS 1.6.a QoS components 1.6.b QoS policy 1.7 Differentiate hardware and software switching mechanisms 1.7.a Process and CEF 1.7.b MAC address table and TCAM 2019 Public. 2 1.7.c FIB vs. RIB Cisco Systems, Inc. This document is Cisco Page 10% 2.0 Virtualization 2.1 Describe device virtualization technologies 2.1.a Hypervisor type 1 and 2 2.1.b Virtual machine 2.1.c Virtual switching 2.2 Configure and verify data path virtualization technologies 2.2.a VRF 2.2.b GRE and IPsec tunneling 2.3 Describe network virtualization concepts 2.3.a LISP 2.3.b VXLAN 30% 3.0 Infrastructure 3.1 Layer 2 3.1.a Troubleshoot static and dynamic 802.1q trunking protocols 3.1.b Troubleshoot static and dynamic EtherChannels 3.1.c Configure and verify common Spanning Tree Protocols (RSTP and MST) 3.2 Layer 3 3.2.a Compare routing concepts of EIGRP and OSPF (advanced distance vector vs. link state, load balancing, path selection, path operations, metrics) 3.2.b Configure and verify simple OSPF environments, including multiple normal areas, summarization, and filtering (neighbor adjacency, point-to-point and broadcast network types, and passive interface) 2019 Public. 3 3.2.c Configure and verify eBGP between directly connected neighbors (best path selection algorithm and neighbor relationships) 3.3 Wireless 3.3.a Describe Layer 1 concepts, such as RF power, RSSI, SNR, interference noise, band and channels, and wireless client devices capabilities 3.3.b Describe AP modes and antenna types 3.3.c Describe access point discovery and join process (discovery algorithms, WLC selection process) 3.3.d Describe the main principles and use cases for Layer 2 and Layer 3 roaming 3.3.e Troubleshoot WLAN configuration and wireless client connectivity issues 3.4 IP Services 3.4.a Describe Network Time Protocol (NTP) 3.4.b Configure and verify NAT/PAT 3.4.c Configure first hop redundancy protocols, such as HSRP and VRRP 3.4.d Describe multicast protocols, such as PIM and IGMP v2/v3 10% 4.0 Network Assurance 4.1 Diagnose network problems using tools such as debugs, conditional debugs, trace route, ping, SNMP, and syslog 4.2 Configure and verify device monitoring using syslog for remote logging Cisco Systems, Inc. This document is Cisco Page 4.3 Configure and verify NetFlow and Flexible NetFlow 4.4 Configure and verify SPAN/RSPAN/ERSPAN 4.5 Configure and verify IPSLA 4.6 Describe Cisco DNA Center workflows to apply network configuration, monitoring, and management 4.7 Configure and verify NETCONF and RESTCONF 20% 5.0 Security 2019 Public


CCNP Enterprise Study Materials 350-401 ENCOR


Download

Password: exceptionproblem


How to Optimize your Internet Speed - কিভাবে আপনি ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনকে অপ্টিমাইজ করবেন?

 




অনেকেই আক্ষেপ করেন ব্রডব্যান্ড লাইন নিয়েছেন, কিন্তু স্পিড আশানুরুপ পাচ্ছেন না বা স্পিড ঠিকই দিচ্ছে কিন্তু আপনার এন্ড থেকে আপনিই অপটিমাইজ করতে পারছেন না !

নিজের লাইনের এই স্পিড, পিং বা ল্যাটেন্সি, প্যাকেট লস ফিক্স করার বেশ কয়েকটা রকেট টিপস আছে !
তার মধ্যে সবচে সিম্পল যেটা সেটাই আজকে শেয়ার করি !
আমার কাজে দিয়েছে অনেক আগে থেকেই, আপনারো আশা করি কাজে দেবে !
১. ব্রাউজারে https://www(ডট)whoismyisp(ডট)org/ লিখে সার্চ দেন, নিজের মাদার আই এস পি এর নাম চলে আসবে
২. এবার আপনার আই এস পি এর নাম এর সাথে DNS লিখে আবারো সার্চ করেন ব্রাউজারে ! অনেক লিংক আসবে ! আপনি ঢুকবেন dnslytics এ !


৩. এখানে আপনার আই এস পি যতগুলো dns সার্ভার ইউজ করে তার একটা রেকর্ড আপনি পেয়ে যাবেন ! ব্যাস, এই সার্ভার আইডীগুলোই দরকার !
৪. এবার এই লিংকে (https://www(ডট)sordum(ডট)org/7952/dns-jumper-v2-2/) গিয়ে dns jumper এপটা নামায়ে নেন, নিয়ে গোল মার্কিং করা জায়গায় ডি এন এস সার্ভারগুলোর আইডী একের পর এক বসায়ে মাঝের গোল দাগ দেয়া চেক এর বাটনে কয়েকবার প্রেস করে চেক করবেন আপনার কোন সার্ভারগুলায় রিসল্ভ টাইম কম !
৫. পেয়ে গেলেন রিসল্ভিং কম টাইম ওয়ালা সার্ভার আইডী ! ২টা আইডী সুন্দরমত নিয়ে নিজের রাউটারের/নেটওয়ার্ক এডাপ্টারের ডি এন এস সার্ভারের বক্সে বসায়ে দেন !


কয়েকটা সাইটে ব্রাউজ করে বা filehippo থেকে কিছু একটা নামায়ে স্পিড নিজেই চেক করে দেখেন, অলমোস্ট আপডাউন ফিক্স হয়ে গেছে 🙂
বি.দ্রঃ সিকিউরিটি ইস্যুতে (.) এর জায়গায় (ডট) লিখে দিলাম, সেগুলাতে (.) লিখে কাজ করবেন !
*** কেউ যদি সার্চ করে ডি এন এস না পান, তাহলে আপসেট হওয়ার কিছুই নাই !
dnslytics এ নিচের ছবিতে দেয়া মার্ক করা এই জায়গায় দেখবেন AS ......./ ASN....... নাম্বার আছে, কপি করে https://ipinfo (ডট)io/ তে সার্চ করবেন, করলে আপনার আই এস পি এর আপ্সট্রিম ডোমেইন পেয়ে যাবেন !
সেই ডোমেইন বা ডোমেইনগুলোর ডি এন এস যদি dnslytics এ খুজেন, আশা করি আপনি নিরাশ হবেন না এবার !

পেয়ে গেলে সেই ডি এন এস গুলো নিয়ে আমার ওয়ে ফলো করা শুরু করে দিন আবার !

Jetbrains PHP Storm 2019 - Expired in July 10, 2020


How to use

1. Open hosts file
2. Edit Host File
3. Add key
Share License Key to activate copyright for products in the ecosystem of Jetbrains. You can activate the products below:
jetbrains
# Note
The license belongs to the lanyu and the article only wishes to share it with the community, not encouraging free use.
If available, purchase products at: https://www.jetbrains.com/idea/buy/

# Get key

For v2019.3
go to C:\Windows\System32\drivers\etc\hosts Add 3 line below:


0.0.0.0 account.jetbrains.com


0.0.0.0 www.jetbrains.com


0.0.0.0 www-weighted.jetbrains.com


1.2.3.4 account.jetbrains.com


1.2.3.4 http://www.jetbrains.com


1.2.3.4 www-weighted.jetbrains.com


Updated at Jan 10, 2020 (expired at July 26, 2020)

#Activation Code

Y9MXSIF79G-eyJsaWNlbnNlSWQiOiJZOU1YU0lGNzlHIiwibGljZW5zZWVOYW1lIjoiSkJGYW1pbHkgQ2hpbmEiLCJhc3NpZ25lZU5hbWUiOiIiLCJhc3NpZ25lZUVtYWlsIjoiIiwibGljZW5zZVJlc3RyaWN0aW9uIjoiIiwiY2hlY2tDb25jdXJyZW50VXNlIjpmYWxzZSwicHJvZHVjdHMiOlt7ImNvZGUiOiJJSSIsImZhbGxiYWNrRGF0ZSI6IjIwMTktMDctMjYiLCJwYWlkVXBUbyI6IjIwMjAtMDctMjUifSx7ImNvZGUiOiJBQyIsImZhbGxiYWNrRGF0ZSI6IjIwMTktMDctMjYiLCJwYWlkVXBUbyI6IjIwMjAtMDctMjUifSx7ImNvZGUiOiJEUE4iLCJmYWxsYmFja0RhdGUiOiIyMDE5LTA3LTI2IiwicGFpZFVwVG8iOiIyMDIwLTA3LTI1In0seyJjb2RlIjoiUFMiLCJmYWxsYmFja0RhdGUiOiIyMDE5LTA3LTI2IiwicGFpZFVwVG8iOiIyMDIwLTA3LTI1In0seyJjb2RlIjoiR08iLCJmYWxsYmFja0RhdGUiOiIyMDE5LTA3LTI2IiwicGFpZFVwVG8iOiIyMDIwLTA3LTI1In0seyJjb2RlIjoiRE0iLCJmYWxsYmFja0RhdGUiOiIyMDE5LTA3LTI2IiwicGFpZFVwVG8iOiIyMDIwLTA3LTI1In0seyJjb2RlIjoiQ0wiLCJmYWxsYmFja0RhdGUiOiIyMDE5LTA3LTI2IiwicGFpZFVwVG8iOiIyMDIwLTA3LTI1In0seyJjb2RlIjoiUlMwIiwiZmFsbGJhY2tEYXRlIjoiMjAxOS0wNy0yNiIsInBhaWRVcFRvIjoiMjAyMC0wNy0yNSJ9LHsiY29kZSI6IlJDIiwiZmFsbGJhY2tEYXRlIjoiMjAxOS0wNy0yNiIsInBhaWRVcFRvIjoiMjAyMC0wNy0yNSJ9LHsiY29kZSI6IlJEIiwiZmFsbGJhY2tEYXRlIjoiMjAxOS0wNy0yNiIsInBhaWRVcFRvIjoiMjAyMC0wNy0yNSJ9LHsiY29kZSI6IlBDIiwiZmFsbGJhY2tEYXRlIjoiMjAxOS0wNy0yNiIsInBhaWRVcFRvIjoiMjAyMC0wNy0yNSJ9LHsiY29kZSI6IlJNIiwiZmFsbGJhY2tEYXRlIjoiMjAxOS0wNy0yNiIsInBhaWRVcFRvIjoiMjAyMC0wNy0yNSJ9LHsiY29kZSI6IldTIiwiZmFsbGJhY2tEYXRlIjoiMjAxOS0wNy0yNiIsInBhaWRVcFRvIjoiMjAyMC0wNy0yNSJ9LHsiY29kZSI6IkRCIiwiZmFsbGJhY2tEYXRlIjoiMjAxOS0wNy0yNiIsInBhaWRVcFRvIjoiMjAyMC0wNy0yNSJ9LHsiY29kZSI6IkRDIiwiZmFsbGJhY2tEYXRlIjoiMjAxOS0wNy0yNiIsInBhaWRVcFRvIjoiMjAyMC0wNy0yNSJ9LHsiY29kZSI6IlJTVSIsImZhbGxiYWNrRGF0ZSI6IjIwMTktMDctMjYiLCJwYWlkVXBUbyI6IjIwMjAtMDctMjUifV0sImhhc2giOiIxMzgzODYyOS8wIiwiZ3JhY2VQZXJpb2REYXlzIjo3LCJhdXRvUHJvbG9uZ2F0ZWQiOmZhbHNlLCJpc0F1dG9Qcm9sb25nYXRlZCI6ZmFsc2V9-rI4et6OSKLA4gvOzxtyp48SCWtjwsOSQBJittaw6BOVJOwVBz0p31wBWDFSdIogdRPKquk2BAou7N694entEn4/Db3Ol5uotDtUd2MHuo+BBu9QcwIoX3RTrnYLwJfTlEJfRH/3TF3WtkPGQZQQcw/23hsZzdC/WJY6tmvyTijIBScUsvIOxZ+8REbWbkTQx1KliliFyrMua7hit8LThzfffZloHciaHwUP9BjxEjU0qQi+yFacSXjxEZERJT25hZrMN+bqBxcn59/4UJBrITt8YpLIlydt0+6vMSWAMawMzKpeDEDInKy0XomauTIUfxS4sbw/dSyVdSrh+IuOc7g==-MIIElTCCAn2gAwIBAgIBCTANBgkqhkiG9w0BAQsFADAYMRYwFAYDVQQDDA1KZXRQcm9maWxlIENBMB4XDTE4MTEwMTEyMjk0NloXDTIwMTEwMjEyMjk0NlowaDELMAkGA1UEBhMCQ1oxDjAMBgNVBAgMBU51c2xlMQ8wDQYDVQQHDAZQcmFndWUxGTAXBgNVBAoMEEpldEJyYWlucyBzLnIuby4xHTAbBgNVBAMMFHByb2QzeS1mcm9tLTIwMTgxMTAxMIIBIjANBgkqhkiG9w0BAQEFAAOCAQ8AMIIBCgKCAQEAxcQkq+zdxlR2mmRYBPzGbUNdMN6OaXiXzxIWtMEkrJMO/5oUfQJbLLuMSMK0QHFmaI37WShyxZcfRCidwXjot4zmNBKnlyHodDij/78TmVqFl8nOeD5+07B8VEaIu7c3E1N+e1doC6wht4I4+IEmtsPAdoaj5WCQVQbrI8KeT8M9VcBIWX7fD0fhexfg3ZRt0xqwMcXGNp3DdJHiO0rCdU+Itv7EmtnSVq9jBG1usMSFvMowR25mju2JcPFp1+I4ZI+FqgR8gyG8oiNDyNEoAbsR3lOpI7grUYSvkB/xVy/VoklPCK2h0f0GJxFjnye8NT1PAywoyl7RmiAVRE/EKwIDAQABo4GZMIGWMAkGA1UdEwQCMAAwHQYDVR0OBBYEFGEpG9oZGcfLMGNBkY7SgHiMGgTcMEgGA1UdIwRBMD+AFKOetkhnQhI2Qb1t4Lm0oFKLl/GzoRykGjAYMRYwFAYDVQQDDA1KZXRQcm9maWxlIENBggkA0myxg7KDeeEwEwYDVR0lBAwwCgYIKwYBBQUHAwEwCwYDVR0PBAQDAgWgMA0GCSqGSIb3DQEBCwUAA4ICAQAF8uc+YJOHHwOFcPzmbjcxNDuGoOUIP+2h1R75Lecswb7ru2LWWSUMtXVKQzChLNPn/72W0k+oI056tgiwuG7M49LXp4zQVlQnFmWU1wwGvVhq5R63Rpjx1zjGUhcXgayu7+9zMUW596Lbomsg8qVve6euqsrFicYkIIuUu4zYPndJwfe0YkS5nY72SHnNdbPhEnN8wcB2Kz+OIG0lih3yz5EqFhld03bGp222ZQCIghCTVL6QBNadGsiN/lWLl4JdR3lJkZzlpFdiHijoVRdWeSWqM4y0t23c92HXKrgppoSV18XMxrWVdoSM3nuMHwxGhFyde05OdDtLpCv+jlWf5REAHHA201pAU6bJSZINyHDUTB+Beo28rRXSwSh3OUIvYwKNVeoBY+KwOJ7WnuTCUq1meE6GkKc4D/cXmgpOyW/1SmBz3XjVIi/zprZ0zf3qH5mkphtg6ksjKgKjmx1cXfZAAX6wcDBNaCL+Ortep1Dh8xDUbqbBVNBL4jbiL3i3xsfNiyJgaZ5sX7i8tmStEpLbPwvHcByuf59qJhV/bZOl8KqJBETCDJcY6O2aqhTUy+9x93ThKs1GKrRPePrWPluud7ttlgtRveit/pcBrnQcXOl1rHq7ByB8CFAxNotRUYL9IF5n3wJOgkPojMy6jetQA5Ogc8Sm7RG6vg1yow==

How to use?

# 1. Open hosts file
Windows:
C:\Windows\System32\drivers\etc\hosts
Linux/Mac:
/etc/hosts
# 2. Edit Host File
Append this line to the last of the hosts file

3. Add key

Open your JetBrains product and find the Register tab.
Help > Register...
Put the code to the "Activation code" and press OK
jetbrains-activation-code
Activation code work for:
Key IntelliJ IDEA Ultimate / Activation Code IntelliJ IDEA Ultimate
Key ReSharper Ultimate / Activation Code ReSharper Ultimate
Key Rider / Activation Code Rider
Key GoLand / Activation Code GoLand
Key AppCode / Activation Code AppCode
Key CLion / Activation Code CLion
Key PyCharm Professional / Activation Code PyCharm Professional
Key WebStorm / Activation Code WebStorm
Key RubyMine / Activation Code RubyMine

Hattimatim tim - Rokonuzzaman -হাট্টিমাটিম টিম - রোকনুজ্জামান খান 2021

রোকনুজ্জামান খান
জন্ম৯ এপ্রিল ১৯২৫
পাংশা, ফরিদপুর, বাংলা প্রদেশ, ব্রিটিশ ভারত
মৃত্যু৩ ডিসেম্বর ১৯৯৯ (৭৪ বছর)
জাতীয়তাবাংলাদেশী
জাতিসত্তাবাঙ্গালী
পেশালেখক, সংগঠক
দাম্পত্য সঙ্গীনূরজাহান বেগম
পুরস্কারস্বাধীনতা দিবস পুরস্কার


টাট্টকে আজ আনতে দিলাম
বাজার থেকে শিম
মনের ভুলে আনল কিনে
মস্ত একটা ডিম।

বলল এটা ফ্রি পেয়েছে
নেয়নি কোনো দাম
ফুটলে বাঘের ছা বেরোবে
করবে ঘরের কাম।

সন্ধ্যা সকাল যখন দেখো
দিচ্ছে ডিমে তা
ডিম ফুটে আজ বের হয়েছে
লম্বা দুটো পা।

উল্টে দিয়ে পানির কলস
উল্টে দিয়ে হাড়ি
আজব দু'পা বেড়ায় ঘুরে
গাঁয়ের যত বাড়ি।

সপ্তা বাদে ডিমের থেকে
বের হল দুই হাত
কুপি জ্বালায় দিনের শেষে
যখন নামে রাত।

উঠোন ঝাড়ে বাসন মাজে
করে ঘরের কাম
দেখলে সবাই রেগে মরে
বলে এবার থাম।

চোখ না থাকায় এ দুর্গতি
ডিমের কি দোষ ভাই
উঠোন ঝেড়ে ময়লা ধুলায়
ঘর করে বোঝাই।

বাসন মেজে সামলে রাখে
ময়লা ফেলার ভাঁড়ে
কাণ্ড দেখে টাট্টু বাড়ি
নিজের মাথায় মারে।

শিঙের দেখা মিলল ডিমে
মাস খানিকের মাঝে
কেমনতর ডিম তা নিয়ে
বসলো বিচার সাঁঝে।

গাঁয়ের মোড়ল পান চিবিয়ে
বলল বিচার শেষ
এই গাঁয়ে ডিম আর রবে না
তবেই হবে বেশ।

মনের দুখে ঘর ছেড়ে ডিম
চলল একা হেঁটে
গাছের সাথে ধাক্কা খেয়ে
ডিম গেলো হায় ফেটে।

গাঁয়ের মানুষ একসাথে সব;
সবাই ভয়ে হিম
ডিম ফেটে যা বের হল তা
হাট্টিমাটিম টিম।

হাট্টিমাটিম টিম-
তারা মাঠে পারে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমাটিম টিম।