মাগো, ওরা বলে – আবু জাফর ওবায়দুল্লাহ

 


“কুমড়ো ফুলে ফুলে
নুয়ে পড়েছে লতাটা,
সজেন ডাঁটায়
ভরে গেছে গাছটা,
আর আমি
ডালের বড়ি শুকিয়ে রেখেছি।
খোকা, তুই কবে আসবি?
কবে ছুটি?”
চিঠিটা তার পকেটে ছিল
ছেঁড়া আর রক্তে ভেজা।
“মাগো ওরা বলে
সবার কথা কেড়ে নেবে।
তোমার কোলে শুয়ে
গল্প শুনতে দেবে না।
বলো, মা
তাই কি হয়?
তাইতো আমার দেরি হচ্ছে।
তোমার জন্যে
কথার ঝুড়ি নিয়ে
তবেই না বাড়ী ফিরবো।
লক্ষ্মী মা,
রাগ করো না,
মাত্রতো আর কটা দিন।”
“পাগল ছেলে”,
মা পড়ে আর হাসে,
“তোর ওপরে রাগ করতে পারি!”
নারকেলের চিড়ে কোটে,
উড়কি ধানের মুড়কি ভাজে,
এটা-সেটা
আরো কতো কি!
তার খোকা যে বাড়ি ফিরবে
ক্লান্ত খোকা।
কুমড়ো ফুল
শুকিয়ে গেছে,
ঝরে পড়েছে ডাঁটা,
পুঁই লতাটা নেতানো
“খোকা এলি?”
ঝাপ্সা চোখে মা তাকায়
উঠানে উঠানে
যেখানে খোকার শব
শকুনীরা ব্যবচ্ছেদ করে।
এখন
মার চোখে চৈত্রের রোদ
পুড়িয়ে দেয় শকুনীদের।
তারপর
দাওয়ায় বসে
মা আবার ধান ভানে,
বিন্নি ধানের খই ভাজে,
খোকা তার
কখন আসে কখন আসে!
এখন
মার চোখে শিশির-ভোর
স্নেহের রোদে ভিটে ভরেছে।
মাগো, ওরা বলে


National University of Bangladesh : Marksheet vs Transcript

 

https://www.nu.ac.bd/



How to write/ make PROJECT COMPLETION REPORT - PCR

 

PROJECT COMPLETION REPORT - PCR


আমরা হইতো অনেকেই প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি সরাসরি এবং অবশ্যই ভালো করছি যে যার যার স্থান থেকে। এই সব এর মধ্যে থেকেও কেউ কেউ বড়সর লাফ দিচ্ছে এবং কেউ কেউ নিচের দিকে যাচ্ছে। প্রত্যেকটার (লাফ এবং নিচের দিকে যাওয়া) সঠিক এবং সুষ্ঠ ব্যাখ্যা আছে যা আমরা একটু জানার চেষ্টা করলেই জানা ও হয়ে যায় আবার নিজের স্থানটা পাঁকা পোক্ত থাকে। আবার সঠিকভাবে কাজ করেও মূল্যায়ন এর সময় নিজেকে মেলে ধরা আর হয়ে উঠে না, আর সেটাই হল প্রতিবেদন বা Reporting।
অনেক সময় আমরা একটি প্রজেক্ট শেষ করি এবং নতুন আর একটি প্রজেক্ট হাতে নিয়ে কাজে লেগে পরি। একটি কথা আছে যে, “সাতার দিয়ে তো ঠিকই নদী পাড় হয়ে গেলেন, But you lost your লুঙ্গি” এই এরকম উদাহারনের মত আমার নিজের ও কিছু ক্ষেত্রে ঘটেছে। যা এখানে বর্ননা করা যাচ্ছেনা।
শেষ থেকে শুরু করি তাহলে অন্তত শুরুটা কি হবে তা নিজের মত করে বের করা যাবে।
PCR বা PROJECT COMPLETION REPORT
একটি সাধারন মানের PCR বা PROJECT COMPLETION REPORT এর জন্য নিম্ন লিখিত বিষয়গুলোর সাথে সময়-কাল-পাত্র বিবেচনা করে পরিবর্তন ও পরিবর্ধন করা যায়।
Cover Page
Project Intro/Project Key Information
Table of Content
Executive Summary
1. Project Identification
i) Social, economic and environmental context
ii) Project location and relevant national policies
1.2 Origin and Problem
i) Origin
ii) Main problems to be addressed
2. Project Objectives and Implementation Strategy
i) Project objectives
ii) Implementation strategy
iii) Assumptions and risks
3. Project Performance
(a) Specific objective
(b) Outputs and related activities
(c) Schedule
(d) Total amount of expenditure
4. Project Outcome, Target Beneficiaries Involvement
i) The extent to which the project specific objective was achieved
ii) The situation existing
iii) The participation of target beneficiaries
iv) Project sustainability
5. Assessment and Analysis
i) Project rationale and project identification process
ii) The results of the identification process
iii) Critical differences
iv) Time and project inputs
v) External influences, assumptions and risks
vi) Project beneficiaries
vii) Project sustainability
6. Lessons Learned
a) Project identification and design matters
b) Operational matters
7. Conclusions and Recommendations
i) Conclusions and recommendations
ii) Comment on the potential for replication and/or for scaling up
8. Project Financial Statement
9. Project Cash Flow Statement
10. AoB

How to: Enable Nested VT-x/AMD-V (Force enable Nested VT-x/AMD-V) in Oracle VM VirtualBox

 

GNS3 VM Display Setting



GNS3 VM remote display




GNS3 VM Processor setting


Use these commands:

cd C:\Program Files\Oracle\VirtualBox
VBoxManage.exe list vms
.\VBoxManage.exe modifyvm "GNS3 VM" --nested-hw-virt on

CV vs. Resume

CV vs. Resume  

CV vs. Resume

কথায় কথায় আমরা অনেকেই CV কিংবা Resume (রেযুমি) কে এক অর্থে বলে দেই। কিন্ত জানেন কি এদুটোর মধ্যে বিস্তর ফারাক আছে? স্পেশ্যালি নর্থ আমেরিকায় সিভি ও রেযুমি বলতে আলাদা করে বোঝায় কনটেক্সট ভেদে। আসুন তবে জেনে নেয়া যাক  তফাত গুলো। এই নলেজ আপনার সারা জীবন কাজে লাগবে। বিশেষত দেশের বাইরে একাডেমিক পড়াশোনা শেষ করে, জব সার্চিং এর সময় সবচেয়ে বেশি লাগবে এই দুটোর পার্থক্য জানা।

CV

পুরো শব্দটি ল্যাটিন থেকে এসেছে - Curriculum Vitae. কারিকুলাম ভাইটি অথবা ভিটাই দুভাবেই উচ্চারণ করা যায়। মানে হলো "জীবনের বর্ননা"।

Resume

শব্দটি ফ্রেঞ্চ থেকে এসেছে। উচ্চারন করতে হবে: রেযুমি। এর মানে হলো সামারি বা "সার-সংক্ষেপ"।

বেসিক পার্থক্য কি?

সিভিতে একজন ক্যান্ডিডেটের সম্পুর্ন একাডেমিক, ও প্রফেশনাল প্রোফাইলের বিস্তারিত বর্ননা থাকতে হয়, সময়ানুযায়ী অর্থাৎ সবচেয়ে রিসেন্ট ডিগ্রি বা জব লিস্টে সবার উপরে থাকে, তারপর সময় অনুযায়ী বাকিগুলো। একটি সিভিতে প্রতিটা জব এর লিস্ট ও একাডেমিক ডিগ্রি (ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি ইত্যাদি) এর লিস্ট, প্রতিটা স্কলারশিপ, পুরস্কার, রিসার্চ পেপার, কনফারেন্স /ওয়ার্কশপ প্রেজেন্টেশন, ভলান্টারিং ও এক্সট্রা কারিকুলার এক্টিভিটি সহ নানাবিধ বিস্তারিত তথ্য থাকতে হয়। মোট কথা CV হলো আপনার পুরো জীবনের কাগজের আয়না যেটা আপনার সমস্ত কর্মকান্ড প্রতিফলিত করে!

অন্যদিকে রেযুমিতে আপনার লাইফের সব জব বা একাডেমিক ডিগ্রি দিতে হয় না। বরং যে পোস্টের জন্য এপ্লাই করবেন, শুধু মাত্র সেই সংশ্লিস্ট জব এক্সপেরিয়েন্স ও একাডেমিক ডিগ্রি ও আনুষাংগিক বিষয়গুলোর উল্লেখ থাকতে হয়। এজন্যেই এটাকে সার-সংক্ষেপ বলে।

কোনটা কয় পেইজ?

একজন কর্পোরেট ম্যানেজার, প্রফেসর কিংবা পিএইচডি রিসার্চারের সিভি ২ পাতা থেকে শুরু করে ১০ পাতাও হতে পারে! কারন সিভিতে তাদের প্রতিটা ডিগ্রি, জব, অর্জন ইত্যাদি উল্লেখ থাকে। তবে বাংলাদশের প্রেক্ষাপটে একজন এভারেজ ফ্রেশ আন্ডারগ্রেড বা মাস্টার্স স্টূডেন্ট যারা দেশের বাইরে স্কলারশিপ নিয়ে পড়াশুনার জন্য এপ্লাই করবে তাদের সিভি ২ পাতার বেশি হওয়া উচিত নয়।

রেযুমি যেহেতু নাম শুনেই বোঝা যাচ্ছে সার-সংক্ষেপ তাই ১ পাতা হয়, শুধু মেইন মেইন জিনিস গুলো ওই ১ পাতায় হাইলাইট করা হয়। সর্বোচ্চ ২ পাতা, তাও এক্সেপশনাল কেইসে। রেযুমিতে কম্প্যাক্ট স্টাইলে মেইন তথ্য গুলো বুলেট পয়েন্ট আকারে লিখা হয়, এতে কম জায়গায় সংশ্লিষ্ট তথ্যগুলো দেয়া যায়।

কোথায় কোনটা ইউজ করা উচিত?

সাধারনত এটা নির্ভর করে রিক্রুটমেনটার যদি স্পেসিফিক্যালি কিছু বলে তাহলে তার উপর, কোন সন্দেহ হলে ইমেইল ইনকুয়ারি করে নেয়া ভালো। যদি না বলে তাহলে একাডেমিক ক্ষেত্রে অর্থাৎ স্কলারশিপ এপ্লিকেশন, ইউনিভার্সিটি এপ্লিকেশন, প্রফেসরকে ইমেইল করা তার রিসার্চ গ্রুপে জয়েন করার জন্য সহ যাবতীয় একাডেমিক কাজে CV ব্যাবহার করা উচিত।

অন্যদিকে তুমি দেশের বাইরে পড়াশুনাকালিন, এর মাঝে Co-op এ (পেইড ইন্টার্নিশিপ টাইপের) এপ্লাই করতে চাচ্ছো, তখন আগে দেখো ভাল করে রিক্রুটমেন্ট সার্কুলারে কি চেয়েছে সিভি, না রেযুমি। বিশেষ করে দেশের বাইরে পড়া শেষ করে জব এপ্লিকেশনের সময়ে তোমাকে আগে ভালো করে জানতে হবে কোন পোস্টে তুমি আপ্লাই করছো,  জব ডেস্ক্রিপশন কি, ইত্যাদি অনুযায়ী নিজের রেযুমিকে কাস্টোমাইজ করে শুধু সেই পোস্ট রিলেটেড তথ্য ও এক্সপেরিয়েন্স দিতে হবে, বাকি সব এক্সট্রা তথ্য রেযুমি থেকে বাদ যাবে।

কোনটার সাজ-সজ্জা কি রকম?

সিভিতে কোন রকম কসমেটিক্স ইউজ করা উচিত নয়। সিম্পল ব্ল্যাক হোয়াইট হওয়াই ভালো। একেবারেই হাল্কা কোন কালার ইউজ করা যেতে পারে সর্বোচ্চ মেকাপ হিসেবে।

অন্যদিকে রেযুমি অনেক কালারফুল হতে পারে, কিছুটা কসমেটিক্স আইটেম ও কালার দিয়ে রেযুমি আরো এক্ট্রাক্টিভ করা যেতে পারে।

তথ্যের টাইম সিকুয়েন্স কেমন হবে?

সিভিতে সব কিছুই সময়ক্রম বজায় রাখা হয় (ক্রনোলোজিক্যাল) অর্থাৎ রিসেন্ট জব, ডিগ্রী ইত্যাদি সবার আগে লিস্টে স্থান পায়, তারপর বাকিগুলো।

রেযুমিতে ক্রনোলোজি মেইন্টেন না হলেও ঘাবড়ানোর কিছু নাই।  কারন রেযুমিতে শুধু যে পোস্টে এপ্লাই করা হয় সেই রিলেটেড তথ্যাবলি থাকায় অনেক রিসেন্ট ইনফোর আগে পুরাতন কোন সংশ্লিস্ট অভিজ্ঞতা আগে স্থান পেতে পারে।

নেমন্তন্ন - Invited , অন্নদাশংকর রায় - Annada Shankar Ray


নেমন্তন্ন - Invited ,  অন্নদাশংকর রায় - Annada Shankar Ray


যাচ্ছ কোথা?

চাংড়িপোতা।


কিসের জন্য?
নেমন্তন্ন।


বিয়ের বুঝি?
না, বাবুজি।


কিসের তবে?
ভজন হবে।


শুধুই ভজন?
প্রসাদ ভোজন।


কেমন প্রসাদ?
যা খেতে সাধ।


কী খেতে চাও?
ছানার পোলাও।


ইচ্ছে কী আর?
সরপুরিয়ার।


আঃ কী আয়েস!
রাবড়ি পায়েস।


এই কেবলি?
ক্ষীর কদলী।
বাঃ কী ফলার!
সবরি কলার।


এবার থামো।
ফজলি আমও।


আমিও যাই?
না, মশাই।



Automatic Malware অটোমেটিক ম্যালওয়্যার

 ম্যালওয়্যার সাধারণত অটোমেটিক ভাবেই কাজ করে। তারপরও শিরোনামে 'অটোমেটিক ম্যালওয়্যার' বলার একটি বিশেষ কারন আছে। আপনি যদি Windows কম্পিউটার ব্যাবহার করে থাকেন তাহলে, আপনার কম্পিউটারে BITS রয়েছে। এটি হচ্ছে Background Intelligent Transfer Service এর সংক্ষিপ্ত রূপ। আপনার কম্পিউটারে নতুন update সমূহ এই BITS এর মাধ্যমেই ডাউনলোড হয়। তবে, সাইবার অপরাধীরাও তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে এই BITS এর ব্যাবহার করছে।

এর কিছু কারন আছে, যেমন-
  • সাইবার অপরাধীরা যদি আপনার অগোচরে আপনার কম্পিউটারে ক্ষতিকর data আদান-প্রদান করার সময় আপনি যদি কম্পিউটার বন্ধ করে দেন, তাহলে কিন্তু অপরাধীদের সাথে আপনার কম্পিউটারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ডাউনলোডও সম্পন্ন হবে না। কিন্তু, BITS এর বিষয় আলাদা। আপনি যদি ইন্টারনেটে কোন কাজ করেন, তখন আপনার ইন্টারনেট গতি যেনো slow না হয়ে যায়, সেজন্য BITS যদি কোন update ডাউনলোড করা শুরু করেও থাকে, সাথে সাথে সেই ডাউনলোড pause করে দিবে। এরপর যখন আপনি ইন্টারনেটে তেমন কোন কাজ করবেন না, তখন আবার ডাউনলোড play করবে। এমনকি কম্পিউটার reboot করলেও যতোটুকু ডাউনলোড করা হয়েছিলো, সেখান থেকেই বাকী অংশ ডাউনলোড শুরু হবে। ফলে, অপরাধীরাও এই BITS ব্যাবহার করে C2 পরিচালনা করছে। এতে করে ক্ষতিকর data আদান-প্রদান করার সময় আপনি কম্পিউটার reboot করলেও পুনরায় ডাউনলোড হয়ে যাবে।
  • BITS যেহেতু বিশ্বস্ত প্রোগ্রামের update ডাউনলোড করে; তাই, এন্টি-ভাইরাস সাধারনত BITS এর আদান-প্রদান করা data কে ক্ষতিকর মনে করবে না। ফলে, এতে অপরাধীরাও তাদের কাজ করে যেতে পারবে।
তাই, আপনি যদি কম্পিউটার বিষয়ে এক্সপার্ট না হন তাহলে, এই ধরনের malware activities নিজে থেকে শনাক্ত করা অনেক কঠিন হবে। তারপরও প্রাথমিক চিকিৎসা হিসেবে Wireshark এর মতো packet analyzer ব্যাবহার করতে পারেন এবং কম্পিউটার থেকে ইন্টারনেটে আসা-যাওয়া traffic পর্যবেক্ষন করতে পারেন। কিন্তু, কোন কারনে সন্দেহ হলে অবশ্যই একজন এক্সপার্টের কাছে যেতে হবে।