মাগো, ওরা বলে – আবু জাফর ওবায়দুল্লাহ
How to write/ make PROJECT COMPLETION REPORT - PCR
How to: Enable Nested VT-x/AMD-V (Force enable Nested VT-x/AMD-V) in Oracle VM VirtualBox
Use these commands:
cd C:\Program Files\Oracle\VirtualBoxCV vs. Resume
CV vs. Resume
কথায় কথায় আমরা অনেকেই CV কিংবা Resume (রেযুমি) কে এক অর্থে বলে দেই। কিন্ত জানেন কি এদুটোর মধ্যে বিস্তর ফারাক আছে? স্পেশ্যালি নর্থ আমেরিকায় সিভি ও রেযুমি বলতে আলাদা করে বোঝায় কনটেক্সট ভেদে। আসুন তবে জেনে নেয়া যাক তফাত গুলো। এই নলেজ আপনার সারা জীবন কাজে লাগবে। বিশেষত দেশের বাইরে একাডেমিক পড়াশোনা শেষ করে, জব সার্চিং এর সময় সবচেয়ে বেশি লাগবে এই দুটোর পার্থক্য জানা।
CV
পুরো শব্দটি ল্যাটিন থেকে এসেছে - Curriculum Vitae. কারিকুলাম ভাইটি অথবা ভিটাই দুভাবেই উচ্চারণ করা যায়। মানে হলো "জীবনের বর্ননা"।
Resume
শব্দটি ফ্রেঞ্চ থেকে এসেছে। উচ্চারন করতে হবে: রেযুমি। এর মানে হলো সামারি বা "সার-সংক্ষেপ"।
বেসিক পার্থক্য কি?
কোনটা কয় পেইজ?
কোথায় কোনটা ইউজ করা উচিত?
কোনটার সাজ-সজ্জা কি রকম?
তথ্যের টাইম সিকুয়েন্স কেমন হবে?
নেমন্তন্ন - Invited , অন্নদাশংকর রায় - Annada Shankar Ray
যাচ্ছ কোথা?
চাংড়িপোতা।
Automatic Malware অটোমেটিক ম্যালওয়্যার
ম্যালওয়্যার সাধারণত অটোমেটিক ভাবেই কাজ করে। তারপরও শিরোনামে 'অটোমেটিক ম্যালওয়্যার' বলার একটি বিশেষ কারন আছে। আপনি যদি Windows কম্পিউটার ব্যাবহার করে থাকেন তাহলে, আপনার কম্পিউটারে BITS রয়েছে। এটি হচ্ছে Background Intelligent Transfer Service এর সংক্ষিপ্ত রূপ। আপনার কম্পিউটারে নতুন update সমূহ এই BITS এর মাধ্যমেই ডাউনলোড হয়। তবে, সাইবার অপরাধীরাও তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে এই BITS এর ব্যাবহার করছে।
- সাইবার অপরাধীরা যদি আপনার অগোচরে আপনার কম্পিউটারে ক্ষতিকর data আদান-প্রদান করার সময় আপনি যদি কম্পিউটার বন্ধ করে দেন, তাহলে কিন্তু অপরাধীদের সাথে আপনার কম্পিউটারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ডাউনলোডও সম্পন্ন হবে না। কিন্তু, BITS এর বিষয় আলাদা। আপনি যদি ইন্টারনেটে কোন কাজ করেন, তখন আপনার ইন্টারনেট গতি যেনো slow না হয়ে যায়, সেজন্য BITS যদি কোন update ডাউনলোড করা শুরু করেও থাকে, সাথে সাথে সেই ডাউনলোড pause করে দিবে। এরপর যখন আপনি ইন্টারনেটে তেমন কোন কাজ করবেন না, তখন আবার ডাউনলোড play করবে। এমনকি কম্পিউটার reboot করলেও যতোটুকু ডাউনলোড করা হয়েছিলো, সেখান থেকেই বাকী অংশ ডাউনলোড শুরু হবে। ফলে, অপরাধীরাও এই BITS ব্যাবহার করে C2 পরিচালনা করছে। এতে করে ক্ষতিকর data আদান-প্রদান করার সময় আপনি কম্পিউটার reboot করলেও পুনরায় ডাউনলোড হয়ে যাবে।
- BITS যেহেতু বিশ্বস্ত প্রোগ্রামের update ডাউনলোড করে; তাই, এন্টি-ভাইরাস সাধারনত BITS এর আদান-প্রদান করা data কে ক্ষতিকর মনে করবে না। ফলে, এতে অপরাধীরাও তাদের কাজ করে যেতে পারবে।